নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নূরে আলম ফারাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু ইউসুফ খান পাঠান। সভায় বক্তব্য রাখেন পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রবিন আহমেদ, অপু মিয়া প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হানিফ খান, রোমান আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, সদস্য সচিব ইলিয়াস আহমেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে খুব দ্রুত কেন্দুয়ার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমিটি অনুমোদন দেওয়া জরুরি। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার স্বার্থে অবিলম্বে এসব কমিটি ঘোষণা করতে হবে।