নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি জনপদে বসবাসকারী মানুষের দুর্ভোগ নিরসনে এবার এগিয়ে এলো নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সামাজিক সংগঠন সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদ।
উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সীমান্ত এলাকার কাঁচা রাস্তার জরুরি মেরামত কাজ তারা নিজস্ব অর্থায়নে শুরু করেছে।
শনিবার (৪ অক্টোবর) রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি ও সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু।
স্থানীয় এলাকাবাসী জানান, বর্ষাকালে রাস্তাটি ভয়াবহ রকম কর্দমাক্ত হয়ে যাওয়ায় এলাকাবাসী এবং স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়। দীর্ঘদিনের অবহেলা এবং উন্নয়নমূলক কাজ না হওয়ায় সমস্যা তীব্র আকার ধারণ করে।
রাস্তা সংস্কার কাজের ব্যাপারে মঞ্জুরুল হক মঞ্জু বলেন, বাদামবাড়ি গ্রামে বিগত সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আমরা সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদ থেকে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে আমরা সবসময় পাশে আছি।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন বলেন, মানুষ হিসেবে মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাছাড়া সামাজিক সংগঠন হিসেবে মানুষের দুর্ভোগ নিরসন করা আমাদের নৈতিক দায়িত্ব। বাদামবাড়ির এই রাস্তার ভয়াবহ অবস্থার কারণে কোমলমতি শিক্ষার্থীরা দীর্ঘদিন যে কষ্ট সহ্য করেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এটি জানামাত্র আমাদের সাধ্যমতো কাজ শুরু করলাম।
এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকার স্থানীয় বাসিন্দা মৃণাল কান্তি বানাই বলেন, দীর্ঘদিন অবহেলায় থাকার পর আজ সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কার হচ্ছে দেখে খুব ভালো লাগছে। এর ফলে এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। পাশাপাশি ভবিষ্যতে যে কোন ধরনের ভোগান্তি এড়াতে সরকারের কাছে আমরা রাস্তাটি পাকা করার দাবি জানাই।
রাস্তা সংস্কার কাজ শুরুর সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কবি দুনিয়া মামুন, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকার, কবি বিপন্ন সাংমা, নিউজিন রিছিল সহ স্থানীয় ব্যক্তিবর্গ।