নিজস্ব প্রতিবেদক: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে চলছে কর্মবিরতি। আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্যরা। তারা বলেন, ছয় দফা দাবি না মানা হলে আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য টিকাদান কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি আকিকুর রহমান তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদ মর্যাদা, গ্রেড উন্নীতকরণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছেন। পরবর্তিতে এ বিষয়ে আশ্বাস দিয়েও তাদের ন্যায্য দাবি উপেক্ষিত করা হয়েছে। আমরা শিশুদের সুরক্ষার জন্য মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করলেও পদমর্যাদা ও সুযোগ-সুবিধায় আমরা অবহেলিত। দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহব্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।
এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক শাহআলম, সহ:সভাপতি আবিদা সুলতানা, প্রচার সম্পাদক নজরুল ইবনে মোহাম্মদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।