সিলেট মহানগরীতে সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের ভাড়ার স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনুষ্ঠিত হয়েছে একটি মতবিনিময় সভা। রোববার সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সভায় অংশ নেন পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা। কমিশনার জানান, নগরীর বেশ কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং অননুমোদিত সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আমরা এমন একটি ভাড়া কাঠামো তৈরি করতে চাই, যা মালিক-শ্রমিকদের ন্যায্য স্বার্থ রক্ষা করবে এবং সাধারণ যাত্রীদের হয়রানির হাত থেকে রক্ষা করবে। সভায় সিদ্ধান্ত হয়, সিলেট মহানগরীর প্রতিটি রুটে সিএনজির সম্ভাব্য ভাড়া নির্ধারণ করে একটি খসড়া তালিকা তৈরি করা হবে।
আগামী ১৫ দিনের মধ্যে এই তালিকা পর্যালোচনা করে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে, যাতে যাত্রী ও পরিবহন শ্রমিক-উভয় পক্ষই উপকৃত হয়। সভায় উপস্থিত ছিলেনসহকারী কমিশনার (জেলা প্রশাসকের কার্যালয়) মো. পারভেজ, সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২০৯৭)-এর সভাপতি আব্দুল ভাসানী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পো, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট/৭০৭)-এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, মাজার গেইট শাখার সভাপতি রাহিমুল ও যুগ্ম সম্পাদক, সিলেট জেলা সিএনজি অটোরিকশা-অটোটেম্পো-ট্যাক্সির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, হুমায়ুন রশীদ চত্বর উপ-পরিষদের সম্পাদক মো. মিলন আহমেদ প্রমুখ। কমিশনার বলেন, সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনার জন্য পুলিশের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও আইন প্রয়োগ করা হবে। যাত্রীদের স্বার্থে শিগগিরই দৃশ্যমান পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।