সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদ বিবরণীর নোটিশ টানিয়ে দিয়েছে। রোববার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় তার বাসার মূল ফটকে এ নোটিশটি টানানো হয়। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুমানযোগ্যভাবে বৈধ উৎসের বাইরে সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাদেরকে ২১ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলমের স্বাক্ষরিত এই নোটিশটি বাস্তবায়ন করেন সংস্থার সিলেট অঞ্চলের তিন সদস্যের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী এবং নির্ভরশীল পরিবারের সদস্যরা সরাসরি বা অন্য কারও নামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে তথ্য রয়েছে। এতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণ চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী জমা না দিলে কিংবা অসত্য তথ্য দিলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দুদক।