শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে মহানগর বিএনপি।
আজ শনিবার বেলা ১১টায় নগরীর শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান। তিনি বলেন, “তারেক রহমান পরিষ্কার করে বলেছেন—বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই বাংলাদেশী। সবার সমান অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, বিএনপি ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।
তিনি তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে, যার মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল কেনা যাবে। একইসাথে হেলথ কার্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে। তিনি মন্দির রক্ষায় সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং œ দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপনের আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব। বিশেষ অতিথি ছিলেন শীতলা বাড়ি মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ।
এতে আরো উপস্থিত ছিলেন, সুজনা জলি, মেশকাত আলী, মাহাবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান লিটন, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ প্রমুখ। এ সময় হিন্দু নারীদের মাঝে প্রায় ১শ শাড়ী বিতরণ করা হয়।