ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সকালে ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভার সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. কামরুল।
অপরদিকে বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু এবং সদস্য সচিব সোহেল খান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, এনামুল হক জজ, বাবুল হোসেন, পৌর যুগ্ম আহ্বায়ক একরামুল ফকির, রমজান আলী ফকির, আনসারুল হক সুমনসহ আরও অনেকেই।
সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক তোজাম্মেল হক বকুল।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। পাশাপাশি দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী আয়োজিত এসব কর্মীসভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।