ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বিএনপির কর্মী সম্মেলনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ওঠে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম এবং উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক ও শহীদুল আমীন খসরু।এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে হলুদ কেপ পরিহিত কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে। সমাবেশ শুরুর পর থেকেই তারা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে পুরো অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।এসময় উপজেলা ও পৌর বিএনপি’র একাধিক যুগ্ম আহ্বায়ক তাদের বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে দলে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।সম্মেলনের আগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে এ