ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্ব-নির্ভর কর্মসূচীর আওতায় অসহায়,দরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় ফকিরবাড়ি রোড প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মাঠে অসহায়,দরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা উপদেষ্টা, মারুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ফয়সাল রহমান ও প্রকল্প পরিচালক আজমির হোসেন তালুকদার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহযোগিতায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা অসহায়,দরিদ্র নারী ও প্রতিবন্ধী ১০ টি পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করেন। যাতে করে অসহায়,দরিদ্র পরিবার ছাগল লালন পালন করে একটি স্বাবলম্বী হতে পারে এ জন্য ছাগল বিতরণ করা হয়।