ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলার আনসার বিটিভি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলার প্রশিক্ষিকা মনোয়ারা বেগম এবং ডোমার উপজেলার মোঃ আউয়াল। এবার ডিমলা ও ডোমার উপজেলার মোট ৭৬টি পূজা মণ্ডপে আনসার ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাচাই-বাছাই শেষে নির্বাচিত আনসার ভিডিপি সদস্যদের পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হবে।
উপস্থিত কর্মকর্তারা জানান, সদস্যদের দক্ষতা, সততা ও শৃঙ্খলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচাই করা হয়েছে। পূজার সময় যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আনসার ভিডিপি সর্বদা সজাগ থাকবে। নিরাপত্তার পাশাপাশি স্থানীয় প্রশাসনের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পূজামণ্ডপে নজরদারি করবেন বলে জানা গেছে।
ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।