দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
“যদি পরিবেশ বাঁচাতে চান, বেশি করে গাছ লাগান” ঐতিহ্যবাহী জারি গানের সুরে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা বিষয়ক বিশেষ অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী এই গানে স্থানীয়দের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। স্থানীয় এক প্রবীণ সুরিন্দ্র হাজং বলেন, আমরা পরিবেশকে অবহেলা করেছি।
এখন এই কার্যক্রম আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব। তিনি দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই জারি গান শুনে আনন্দ প্রকাশ করেন। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক সিলভেস্টার গমেজ বলেন, গান ও আলোচনার এই আয়োজনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বীজ বপন করাই আমাদের মূল লক্ষ্য। দুর্গাপুরের গ্রামীণ জনপদে ঐতিহ্যবাহী গান আর আলোচনা কেন্দ্র করে পরিবেশ সচেতনতার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা চাই মানুষকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করতে।
প্রকৃতিকে ভালোবাসাই আমাদের মূল বার্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সঞ্চালনায় ছিলেন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলন হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার মৌসুমি মজুমদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।