ঝালকাঠি সরকারী হরচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কোমলমতি শিশুদের সাথে শিক্ষকের অশোভনীয় আচরণ এবং প্রতিবন্ধী বলে অকথ্য ভাষায় অভিভাবকসহ গালি দেয়ায় জেলা প্রশাসক ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার একজন অভিভাবক বাদী হয়ে চারু-কারু শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে এ লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখার সি গ্রুপের ছাত্রী টাপুর রাণী শীল ও টুপুর রাণী শীল মাস খানেক পূর্বে পরীক্ষার খাতায় পিনআপ না করায় মারধর করে গালি দেয়। পরীক্ষার পরেও এদেরকে একাধিকবার অশালীন ও মানহানিকর মন্তব্য করে মানসিক হেনস্থা করেছে চারু-কারু শিক্ষিকা অপর্ণা দাস। তখন বাসায় এসে কান্না করে আমাদের জানায়। এবিষয়ে প্রাথমিকভাবে প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ধৃষ্টতা দেখিয়ে ২৪ আগস্ট (রবিবার) শ্রেণি কক্ষে দাড় করিয়ে বলে “প্রধান শিক্ষক আমাকে কি করবেন। তিনি আমাকে কিছুই করতে পারবেন না। তোরা তো প্রতিবন্ধী। আমার বিরুদ্ধে তোর মামা অভিযোগ দিয়েছেন। তার চরিত্রও খারাপ। তোর মা-বাবাও খারাপ।” আরো অনেক বাজে মন্তব্য করেছেন যা শিশু শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারেনি। শিক্ষকের কাছ থেকে ভালো ব্যবহার শিখার পরিবর্তে অশালীন ব্যবহার পেয়ে শিশু শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং এক ধরনের ট্রমায় ভুগছেন। অভিভাবক বিষয়টি নিয়ে তার সাথে স্বাক্ষাতে কথা বললে তাকেও “তুই প্রতিবন্ধী” বলে বাজে ব্যবহারে নাজেহাল করে। একারণেই পঞ্চম শ্রেণির প্রভাতী শাখার সি গ্রুপের ছাত্রী টাপুর রাণী শীল ও টুপুর রাণী শীল’র মামা সঞ্জয় চন্দ্র শীল এ লিখিত অভিযোগ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, অভিযোগের বিষয়টি সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষক এবং অভিভাবককে ডেকে অভিযোগের সত্যতা যাচাই করে বিধি মোতাবেক পদক্ষেপ নেয়া হবে।