ঝালকাঠি সরকারি কলেজের হলরুমে গত ২২শে আগস্ট, শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০১২ ও এইচএসসি ২০১৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী। প্রাণবন্ত এ আয়োজনে অংশ নেন তিন শতাধিক সাবেক শিক্ষার্থী। ঝালকাঠি জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে বন্ধুরা এসে মিলিত হন এই মিলনমেলায়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, প্রয়াত বন্ধুদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ ও লটারির আয়োজন। অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন আফসানা ববি (রোজা) ও সাব্বির হোসেন রানা।
সকল বন্ধুদের জন্য স্মারক টিশার্ট ও বিশেষ উপহার প্রদান করা হয়। পাশাপাশি লটারির বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কার।
অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্ব পালন করে বাস্তবায়ন কমিটি, রেজিস্ট্রেশন কমিটি ও এডমিন প্যানেল। আয়োজকরা জানান, এ পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
দিনব্যাপী এ উৎসব শেষে অংশগ্রহণকারীরা একে অপরকে শুভকামনা জানিয়ে বিদায় নেন। আয়োজকরা আরও জানান, পূর্বের ধারাবাহিকতায় ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে এমন আয়োজন অব্যাহত থাকবে এবং সেখানে সকল বন্ধুদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হবে।