ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুদে নেয়া পাওনা টাকা না পেয়ে বৃদ্ধ পিতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজিজুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লাজয়পুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী কাজিম উদ্দিন (৭৭) ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর ছেলে সাদেক মিয়া ব্যবসার কারণে প্রায় দুই বছর পূর্বে বিদেশে চলে যান। স্থানীয় বাসিন্দা নুরুল হকের ছেলে আজিজুল হক (৩৮) দাবি করেন, সাদেক তার কাছ থেকে সুদের ওপর টাকা ধার নিয়েছেন।
সাদেক বাড়িতে না থাকায় আজিজুল পাওনা টাকার জন্য তার বাবা কাজিম উদ্দিনকে চাপ দিতে থাকেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে আজিজুল হক কাজিম উদ্দিনের বাড়ির সামনে এসে সুদের টাকা দাবি করেন। বৃদ্ধ কাজিম উদ্দিন ছেলের সুদি ঋণের বিষয়ে কিছু জানেন না বলে জানালে আজিজুল হক ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করেন। এতে বৃদ্ধ কাজিম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
কাজিম উদ্দিনের আত্মচিৎকারে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত আজিজুল হক সবাইকে হুমকি দিয়ে বলেন, সুদের পাওনা টাকা না পেলে তিনি তার দলবল নিয়ে কাজিম উদ্দিন ও তার পরিবারকে খুন-জখম করবেন এবং তাদের জমি জোর করে দখল করে নেবেন। এবিষয়ে প্রবাসী সাদেক মিয়ার সাথে কথা হলে তিনি জানান, ২০১৫ সালে আজিজুলের কাছ থাকে ১৫হাজার টাকা প্রতি মাসে সুদ বাবদ ৩লক্ষ টাকা নেই এবং ২০২২ সাল পর্যন্ত সুদের লাভ দিয়ে আসছিলাম।
২২ সালে ব্যবসায় ক্ষতিগ্রস্থ হওয়ায় সুদের লাভ দেয়া বন্ধ করে দেই। পরবর্তীতে আজিজুল ১৬ লক্ষ টাকা দাবি করলে সাত লক্ষ টাকার একটি চেক প্রদান করে এক পর্যায়ে আমি দেশ ছেড়ে প্রবাসে চলে আসি। সুদের টাকা আজিজুল আমার কাছে পাবে তাই বলে সে আমার বৃদ্ধ বাবাকে বাড়িতে গিয়ে মারধর করে লাঞ্ছিত করবে এটা কাম্য নয়। আমি এর বিচার চাই।
এবিষয়ে আজিজুল হককে বাড়িতে না পেয়ে মোবাইল ফোনে জানতে চাইলে প্রথমে তিনি সুদের টাকার বিষয়টি অস্বীকার করে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট দেখা করার কথা বলে লাইনটি কেটে দেন। পরক্ষণই তিনি ফোন দিয়ে জানান, জমি কেনা বাবদ সাদেকের কাছে টাকা পাই। কাজিম উদ্দিনকে মারধরের বিষয়ে বলেন, মারধর করিনি, হাত ধরে টান দিয়েছি। এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।