গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই নারীর স্বামীসহ তাদের আরো ছোট্ট দুই শিশু। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌঁনে ৪ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ওই স্বামীর নাম রেজাউল ইসলাম (৪৫)। আহত রেজাউল উপজেলার সাহেবগঞ্জের সাহের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে রেজাউল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য ২ বছরের এবং ৩ বছরের দুই শিশু সন্তান নিয়ে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তারা গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটারসাইকেলটি উল্টে তারা সবাই ছিটকে পড়ে যায়।
কিন্তু রেজাউলের স্ত্রী একই ট্রাকের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেজাউলসহ ওই দুই শিশুকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।
মোবাইল ফোনে তিনি বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই নারীর স্বামীসহ দুই ও তিন বছরের দুই শিশু। আমি ঘটনাস্থলেই আছি, কাজ করছি। এই মূহুর্তে এর বেশি কিছু বলতে পারছিনা।


