রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে বরাদ্দ দেওয়ার দাবিতে ডিমলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ ডিসেম্বর) বিকেলে ডিমলা উপজেলা সদরে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা
“২, ৩ মানি না—১ ছাড়া বুঝি না”,
“তুহিন ভাই এগিয়ে চলো,ডোমার-ডিমলা তোমারই”
ইত্যাদি শ্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের আত্মত্যাগী সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তবে তৃণমূলের প্রত্যাশা ও জনমতের প্রতিফলন ঘটিয়ে নীলফামারী-১ আসনে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি।”
বক্তারা আরও বলেন, “এ এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ধানের শীষ প্রতীকের যোগ্য দাবিদার। তাঁকে মনোনয়ন দিলে দল আরও শক্তিশালী হবে।”
সমাবেশ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় অব্যাহত রাখার ঘোষণাও দেন বক্তারা।


