দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের কান্দাপাড়ায় স্থানীয়দের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ভোর রাত ৪টার দিকে এলাকাবাসী ফতেপুর গ্রামের রুকন মিয়ার বাড়ি থেকে প্রথমে সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে ২নং ওয়ার্ডের আনন্দ বাজার মোড় থেকে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের থানায় নিয়ে আসে।

আটকৃতরা হলেন- ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জাহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমান। তবে একই ঘটনায় জড়িত মৃত ইউসুফের ছেলে রবি মিয়া টের পেয়ে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় মাদক ও দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছিল। অতিষ্ঠ হয়ে এলাকাবাসী রাতভর ওঁৎ পেতে তাদের হাতে-নাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু জানান, দীর্ঘদিন ধরে এরা এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। স্থানীয়রাই তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version