নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন রহমত আলীর (৫৫) জেলার মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে যাবজ্জীবন দন্ড আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে দুই বছরের কারাদন্ডে দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে আরো জানা যায়য়, মেডিকেল রিপোর্টসহ সব ধরনের সাক্ষ্য-প্রমাণে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষনা করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. নুরুল কবীর রুবেল এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অপরাধ বিচার পরিবর্তন নয়, অপরাধীর বিচার একদিন হবেই এবং দেরিতে হলেও অপরাধীকে সাজা পেতে হবে।
জানা গেছে, ঘটনার সময় শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়তো। ২০১২ সালের ৩ মে সকালে সে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। এক পর্যায়ে বই-খাতা শ্রেণিকক্ষে রেখে মাঠে খেলার দাঁড়িয়ে থাকে। তখন বিদ্যালয় সংলগ্ন বাড়ির রহমত আলী তাকে কোলে করে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।