চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার বিকেলে বিএনপির আয়োজনে ১৩ রশিয়া মধ্যপাড়া সরকারি প্রাইমারি স্কুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।’
৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আজিজুল হক সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দল শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোসাম্মৎ শায়মা বেগম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহবাজ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনা।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম (সাধারণ সম্পাদক, শাহবাজপুর ইউনিয়ন বিএনপি), জিয়াউর রহমান (সাংগঠনিক সম্পাদক শাহবাজপুর ইউনিয়ন বিএনপি),মোঃ রেজাউল করিম (যুগ্ম সাধারণ সম্পাদক), জাতীয়তাবাদী শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম সোহরুল, সদস্য সচিব ইউসুফ আলী, শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনী আমিন নবীন, সদস্য সচিব পলাশ মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল শাহবাজপুর মামুনুর রহমান, এবং সোনা মসজিদ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মারুফ ইসলাম।
এছাড়া বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন করার পাশাপাশি দেশের উন্নয়ন ও দলীয় কার্যক্রম নিয়ে অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করেন। অংশগ্রহণকারীরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।