ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে কাবিখা, কাবিটা ও টিআর তিন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসী মানববন্ধন করেছে। এছাড়া সমাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫ টার দিকে নাগরিক ফোরামের উদ্যোগে উপজেলার দুলারহাট বাজারে এই মানববন্ধন করা হয়েছে।
এসময় প্রায় ২ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। অন্যদিকে এই তিন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ফেসবুকে পোস্ট করে অনিয়মের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। মানববন্ধনে স্থানীয়রা জানান, কাবিখা, কাবিটা ও টিআর এই তিন প্রকল্পের কাগজে-কলমে রাস্তা সংস্কার, মাঠ ভরাট সহ নানা প্রকল্প দেখানো হলেও দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে বাস্তবে সেসব কাজের কোনো অস্তিত্ব নেই।
কিছু কিছু প্রকল্পে কার্যত কোনো কাজই হয়নি। মাঠে তদন্ত করে সঠিকভাবে কাজগুলো করার দাবী জানিয়েছেন তারা। মানববন্ধনে বক্তব্যতে মো.সোহাগ নামে এক সচেতন নাগরিক বলেন, আপনার এলাকায় যে কোনো অনিয়ম দেখলে তা লুকিয়ে রাখবেন না। প্রতিবাদ করবেন এবং প্রমাণসহ স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরুন। আপনার সচেতনতাই পারে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে। সাইফুল হাওলাদার নামে এক সচেতন নাগরিক ফেসবুক পোস্টে লিখেন, চরফ্যাশনে কবিখা, কাবিটা ও টিআর তিন প্রকল্পের কাজে অনিয়ম হয়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে।
বরাদ্দ দেয়া হয়েছে অনেক স্থানে কোনো কাজ হয়নি। আমরা এই প্রকল্পের কাজ শুলো সঠিকভাবে করার দাবি জানাচ্ছি। চরফ্যাশন উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ফোন দেয়া হলে রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি জানান, এই তিন প্রকল্পের কাজে কোথাও কোনো অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।