জবি প্রতিনিধি
নারী কেলেংকারীতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা (বাগছাস) অনুষ্ঠান কর্মসূচি দেওয়া হয়েছে। “জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্মরণ: চলমান বিপ্লবের শপথ” শীর্ষক সভাটি রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের ৬ষ্ঠ তলায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হবে। প্রধান আলোচক ও রাজনৈতিক বিশ্লেষক হিসাবে উপস্থিত থাকবেন সারোয়ার তুষার।
নারী কেলেংকারীতে জড়িত হওয়ার অভিযোগ আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সারোয়ার তুষারের বিরুদ্ধে। উল্লেখ নিজ দলের নারী নেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ ওঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। ওই নারীর সঙ্গে কথোপকথনের একটি কল রেকর্ডও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমসহ বেশ কিছু গণমাধ্যমে। কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায়, এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়৷
কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, সারোয়ার তুষার ওই নারীকে হয়রানি করেছেন৷সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এমন কাউকে প্রধান আলোচক করায় সমালোচনার মুখে গণতান্ত্রিক ছাত্র সংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এম রিফাত হাসান এবং আরও উপস্থিত থাকবেন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক মোঃ নূরনবী ও কিশোর সাম্য।সভাপতিত্ব করবেন বাগছাস জবি শাখার আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ ।
সদস্য সচিব শাহীন মিয়া ও মুখ্যসংগঠক ফেরদৌস শেখ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টা নিশ্চিত করেন। এ বিষয়ে বাগছাস এর আহ্বায়ক ফয়সাল মুরাদ এবং সদস্য সচিব শাহিন কে বারবার কল করেও পাওয়া যায়নি। বাগছাসের মুখ্যসংগঠক ফেরদৌস শেখের সাথে যোগাযোগ করা গেলেও কোনো কিছু বলতে রাজি হননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সমালোচনা ও নিন্দা ছড়িয়ে পড়েছে।