দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ডেক্সনিউজঃ

ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)’র সাধারণ সম্পাদক মহান মাওবাদী নেতা শহিদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৮ জুলাই) “শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে”গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। শুরুতেই অপারেশন কাগারে শহিদ ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে অন্যায় যুদ্ধে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ কমরেড বাসবরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

তারপর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ এবং প্রতিবাদসভা শুরু হয়। মাওবাদী কবি হাসান ফকরীর সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সদস্য সচিব আফজালুল বাশার, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের স্টিয়ারিং কমিটির সদস্য রঘু অভিজিৎ রায়, শহিদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সদস্য সৈয়দ আবুল কালাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য খবির শিকদার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক নাঈম উদ্দিন , বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখার সংগঠক হিসাবে কবিতা পাঠ করেন সুমাইয়া শিকদার ইলাপ্রমুখ। বক্তারা বলেন, ভারতে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকার দ্বারা চালিত একটি নৃশংস সামরিক অভিযান “অপারেশন কাগার” এর মাধ্যমে মাওবাদী রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হচ্ছে।

গত জানুয়ারি’২৪ থেকে চালিত এই সামরিক অভিযান দ্বারা ৪০০ জনেরও অধিক মাওবাদী নেতা-কর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করেছে। ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে মাওবাদ মুক্ত ভারত করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই ধারাবাহিকতায় এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, মাওবাদীদের নেতৃত্বে আদিবাসীদের জল-জমি-জঙ্গল রক্ষার আন্দোলন গড়ে উঠেছে। সরকার তাদের এই ন্যায্য আন্দোলনকে কঠোর হস্তে দমন করে, আদিবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকারী বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করার স্বার্থেই একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

গত ২১ মে ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড বাসবরাজসহ ২৮ জনকে আটক করে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। তারপরও আরও গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় মাওবাদীদেরকে একই কায়দায় হত্যা করে এবং করছে। আমরা ফ্যাসিস্ট মোদি সরকার কর্তৃক চালিত এই সামরিক অভিযান অবিলম্বে “অপারেশন কাগার” বন্ধ করার দাবি জানাচ্ছি। ভারতসহ সারা বিশ্বের শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-ছাত্র-বুদ্ধিজীবীসহ সকল জনগণকে এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিবাদসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে লাল পতাকা, ফেস্টুন সজ্জিত মিছিলের মাধ্যমে স্মরণ এবং প্রতিবাদসভা সমাপ্ত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version