কে. এম. সাখাওয়াত হোসেন: ভুক্তভোগী তরুণী (২২) ও অভিযুক্ত ভ্যান চালক মো. আরিফুল মন্ডল (২৫) একই এলাকার বাসিন্দা। তরুণীর বসত ঘরের পাশের রাস্তা দিয়ে ভ্যান চালক চলাচলের সময় ভুক্তভোগীকে ভাল মন্দ জিজ্ঞাসা করতেন। একপর্যায় কৌশলে ভুক্তভোগীর মোবাইল নাম্বার সংগ্রহ করেন এবং মোবাইলের মাধ্যমে সম্পর্ক তৈরি ও বিভিন্ন প্রকার প্রলোভন দিয়ে তরুণীকে বিয়ে করতে চাই আরিফুল মন্ডল। একদিন মোবাইলে তরুণীকে তার বাড়ির পাশে আম বাগানে দেখা করতে বলে এবং আম বাগানে আসলে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভনে জোর পূর্বক ধর্ষণ করে আরিফুল মন্ডল।
র্যাব-১৪ (সিপিসি-৩) ও র্যাব-১৩ (সিপিসি-১) কর্তৃক যৌথ অভিযানে এ ঘটনায় অভিযুক্ত ভ্যান চালক মো. আরিফুল মন্ডলকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ভ্যান চালক রংপুর জেলার বদরগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষের এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে গত সোমবার রাত অনুমানিক পৌর ৯টার দিকে অভিযুক্ত মো. আরিফুল মন্ডলকে টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন ভাংগুলা বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর বদরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
গত ১৩ জুন সন্ধ্যা তরুণীকে ধর্ষণের ঘটনায় ভু্ক্তভোগী নিজে বাদী হয়ে বদরগঞ্জ থানায় মো. আরিফুল মন্ডলকে একমাত্র আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।