নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ”আমাদের সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় সবচেয়ে বড় প্রকোপ যেটা, সেটা হলো- মাদক, চোরাকারবারি পাশাপাশি কিশোরগ্যাং। এগুলো আমরা গত ৫ আগস্টের পর থেকে সামাজিক সচেতনতা এবং মটিবেশন, পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সহযোগিতায় আমরাও চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার জন্য।”
“জনগণ যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমার প্রথম ও প্রধান কাজ হবে এসবের ব্যাপারে জিরো টলারেন্স। অর্থাৎ- মাদক নির্মূল, চোরাকারবারি দমন ও কিশোরগ্যাংয়ের যে প্রাদুর্ভাব- সেটার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি যেন জনগণের খেদমত করতে পারেন। সেক্ষেত্রে রাস্ট্রীয় যেসব সংস্থা আছে, বিশেষ করে- পুলিশ ও গোয়েন্দা সংস্থা তাদের প্রতি আহব্বান জানাবো সীমান্তবর্তী এলাকা হিসেবে আমরা এমনিতে ভলনারেবল (দুর্বল)। এই ভলনারেবিলিটি-টা মাথায় রেখে তারা যেন এ সমস্ত বিষয়গুলার কার্যকর এবং আশু পদক্ষেপ নেন।”
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানে কাছে মনোয়নপত্র জমা দেওয়া শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “মনোনয়ন পত্রের সাথে প্রেসক্রাইপ্ট একটা মনোয়নপত্র দেওয়া হয়েছে। সেটার সাথে নির্বাচন কমিশন আমাদেরকে যে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দেশন দিয়েছেন, অর্থাৎ- হলফনামার পাশাপাশি একাডেমিক সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, আয়কর রিটার্নের কাগজপত্র, ভোটার সংশ্লিষ্ট কাগজপত্র যা যা চেয়েছে সমস্ত কাগজপত্র আমরা অফিসিয়ালি জমা দিয়েছি।”
মনোনয়ন পত্র জমার প্রদানের সময় তাঁর সাথে ছিলেন নিজ এলাকার তিন ধর্মের তিন প্রতিনিধিসহ পাঁচজন। জেলার মোট পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কায়সার কামালই প্রথম মনোনয়নপত্র জাম দিয়েছেন। এ আসনে খেলাফত মজলিশের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর আবুল হাশেম রয়েছেন।
জেলার পাঁচটি আসনে আজ (রবিবার) দুপুর নাগাদ মোট ৩১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। আগামীকাল সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।
নেত্রকোনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ভোটার রয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এরমধ্যে পুরুষ ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন ও নারী ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪০ জন। ৬৭৬টি ভোট কেন্দ্রের তিন হাজার ৮৪৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।


