দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি বিক্রি করছে মুনাফালোভী একটি চক্র। এ চিক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেজরিমানা করায় নেত্রকোনার মদনে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে মিছিল করেছেন মাটি খেকো চক্রের সদস্যরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে মিছিলকারীরা এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে মারধর করাসহ তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে নেত্রকোনার মদন উপজেলা পরিষদ চত্ত্বরে এমন ঘটনা ঘটেছে।

আহত সাংবাদিকের নাম মো. নিজাম উদ্দিন। তিনি আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) কেটে মাটি বিক্রি করে আসছে। পরিবেশ আইন অমান্য করে সরকারি খাস জমিসহ ব্যক্তি মালিকানার জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রি করায় সম্প্রতি উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মৌজায় শিমেরহাটি এলাকায় বালাই নদী থেকে মাটি উত্তোলনে সময় প্রশাসন অভিযান চালায়। পরে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ভ্রাম্যমাণ আদালত বসালে ভেকু চালক শুভ মিয়া (২৭) দোষ স্বীকার করলে আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ নিয়ে স্থানীয় সাংবাদিকদরা সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয় মাটি খেকো চক্রটি। আজ (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৭০ জনের মতো লোক একত্রিত হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে এসিল্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন আশ্রাব্য ভাষায় স্লোগান দিয়ে মিছিল করেন। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে মিছিল কারীরদের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত সমাজসেবা কার্যালয়ের সামনে সাংবাদিক নিজাম উদ্দিনের উপর হামলা চালায়। এসময় রাখা সাংবাদিকের মোটরসাইকেলটি ভাঙচুর করাসহ মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

নিজাম উদ্দিন গণমাধ্যমেকে বলেন, অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় দুর্বৃত্তরা এসিল্যান্ডের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করে স্লোগান দেয় এবং মিছিল করে। একপর্যায়ে আমাকে লক্ষ্য করে আমার মোটরসাইকেল ভাঙচুর করে মারধর করাসহ মুঠোফোন ও টাকা পয়সা ছিনি নিয়ে যায়। আমাকে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেয়া হয়। ঘটনায় জড়িত চাঁনগাও হাসকুড়ি এলাকার ইমরুল হাসান, জাকির মিয়া, আল আমিন, বুলবুল মিয়া, মামুন মিয়াসহ ১৯ জনের নাম লিখে আমি থানায় মামলার আবেদন করেছি। আশা করি আইন-শৃঙ্খলা বাহিনী জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইমরুল হাসানের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে আজ রেভিনিউ মিটিংয়ে ছিলাম। এ বিষয়ে ইউএনও মহোদয় ভালো বলতে পারবেন।’

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন,’ অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে একটি মহল ক্ষিপ্ত হয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল করেছে এবং সাংবাদিকের উপর হামলা চালিয়েছে। দুর্বৃত্তকারীরা কোন রকম ছাড় পাবে না এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version