নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কুল্লাগড়া গ্রামের প্রদীপ সাহা দীর্ঘদিন ধরে পলিথিনে মোড়ানো একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন। ৭০ বছর বয়সী প্রদীপ সাহার একটি ঘর নির্মানের কোন সামর্থ নাই। পথিলিনে মোড়ানো ওই ঘরের মধ্যেই চলছে মানবতের জীবন যাপন। এমন এক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রদীপ সাহার পাশে দাঁড়ালো মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা।
এ নিয়ে মঙ্গলবার দুপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রতিনিধিগণ প্রদীপ সাহার বাড়িতে যান। সেখানে তাঁর সাথে কথা বলেন এবং অতি শীঘ্রই সংস্থার পক্ষ থেকে প্রদীপ সাহাকে একটি নতুন ঘর নির্মান করে দেয়ার আশ্বাস দেন।
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর মিলাদ মিয়া বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি জানতে পারি। আজ প্রদীপ সাহার বাড়িতে গিয়ে তাঁর সাথে কথা বলি এবং নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেই। গণমাধ্যম গুলোকে অনেক ধন্যবাদ জানাই, এমন মানবিক সংবাদ প্রকাশ করার জন্য।
অসহায় প্রদীপ সাহা ঘর পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাকে ধন্যবাদ জানান এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।