মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার পাথঘাটায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধে “নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের” উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান-২০২৫ শুরু হয়েছে।
নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন ” এর প্রতিষ্ঠিতা ও সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান, বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পাথরঘাটা , বামনা ও বেতাগীতে ২০০ ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়েছে গরিব ও অসহায়দের মাঝে । শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ রয়েছে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম।
মঙ্গলবার ( ১ জুলাই ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটা পৌরশহরের বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে” নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের ” উদ্যোগে মাসব্যাপী এই অভিযান শুরু হয়।
এইদিন এলাকায় মশার ওষুধ ছিটানো, ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কী কী করণীয়, ডেঙ্গু (এডিস) মশা ও লার্ভা নিধন পদ্ধতি, আক্রান্তরা কোন কোন তরল খাবার ও পানীয় সেবন করবেন, ডেঙ্গু মশা কীভাবে জন্মায় ও প্রতিরোধে কী কী করণীয় এসব তথ্য সংবলিত লিফলেট বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমে থাকা পানি, ময়লা, আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করা হয়।
মাসব্যাপী শুরু হওয়া এ অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো : ফারুক, সদস্য সচিব কামরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ হাওলাদার, যুবদল, ছাত্রদল, নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের সদস্যরা ও যুবসমাজসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা।
নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা ও সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মনি জানান, মাসব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নে তার নিজ অর্থায়নে মশক নিধনের কয়েকটি মেশিন ও ঔষধ ক্রয় করে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে৷