নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য ‘নিয়ে সারা দেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে
তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে র্যালী, আলোচনাসভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভূমি মেলার উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো.আনোয়ার আজীম,ইসলামি আন্দোলন নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসেন, উপজেলা জামায়েতের আমির মাওলানা জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা জমি মালিকদের দুইটা কারণের জন্য। যার মধ্যে একটি হলো ভূমি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা। ভূমি বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।বেশির ভাগ মানুষ দালালদের খপ্পরে পড়েন, সেবা পেতে বিলম্বনা হলে সরাসরি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করতে হবে।ভূমি হচ্ছে সন্তানের মতো,সন্তানদের যেমন লালন পালন করা হয় তেমনি জমিকেও সেভাবে যত্ন করতে হবে।ঠিকমতো চাষাবাদ, ভূমি উন্নয়ন কর দেওয়া হলে ওই জমি নিয়ে কখনো ঝামেলায় পড়তে হয় না।
মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।