বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবারিয়ার সাধারণ জনগনকে ফ্রিজ ও মোটরসাইকেল এর প্রলাভোন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র বিগত সাত থেকে আট দিন আগে। সেই প্রতারক চক্রের দুই জন আজকে আবার আসে প্রতারণা করতে এমন সময় সাধারণ জনগণের হাতে ধরা পড়েন পরবর্তীতে তালতলী থানা পুলিশ এসে তাদেরকে জনগণের কাছ থেকে নিয়ে জান এবং তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এলাকার জনগণের দাবি যে জনগণের বন্ধু পুলিশ কিন্তু সেই পুলিশই কেন। প্রতারকদের ছাড়াতে সাহায্য করলো। এ বিষয় তালতলী থানার পুলিশের এস আই জহির এর কাছে জানতে চাওয়া হলে তিনি থানায় আসেন বলে তাদেরকে নিয়ে মটর সাইকেল চালিয়ে চলে যায় পরবর্তীতে তার কাছে মুঠো ফোনে জানতে চাওয়া হলে তিনি বলে যে আপনার থানায় এসে জিডি করে যান কিন্তু থানায় হাজার জিডি পড়ে রয়েছে কিন্তু প্রতারক চক্রের কোন সদস্য এখন পর্যন্ত ধরা পরিনী। কিন্তু সে প্রতারক চক্রের সদস্য আজকে ধরা পড়লেও পুলিশের সাহায্যে চলে যান।