আওয়ামী লীগকে আর দেশের মানুষ দেখতে চায় না। পুনরায় তাদের রাজত্ব সৃষ্টির ষড়যন্ত্র তরুণরাই রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ মে) চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী হয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে তবে সেটি কোনোভাবেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্ট করে নয়।
সরেজমিনে দেখা যায়, তীব্র দাবদাহ উপেক্ষা করে তারুণ্যের পদধ্বনিতে মুখরিত চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে দূরদূরান্ত থেকে যোগ দেয় লাখো তরুণ-জনতা।
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন -যুবদল দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ঘিরেই যতো উচ্ছ্বাস। চট্টগ্রাম ও কুমিল্লার সাংগঠনিক বিভাগের এই সমাবেশ শুরু হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল -চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড।
রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও সমাবেশের অন্যতম আকর্ষণ ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তরুণদের তিনি আহবান জানান, চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির।
অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেয়া হবে না। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে জানিয়ে কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যসিবাদ পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তরুণরাই ফ্যাসিস্টদের তাড়িয়েছে জানিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আবারো তরুণদেন জেগে ওঠার আহবান জানান বিএনপি মহাসচিব।