নিজস্ব প্রতিবেদক: ত্রিশ কেজি গাঁজাসহ দুজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা।
গ্রেফতারকৃত দুজন নারী ব্যবসায়ী হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়াকুন্ডু গ্রামের মো. খোরশেদ দেওয়ানের মেয়ে মোছা. রোকেয়া খাতুন (৫৫) এবং আরেকজন বরিশালের বাকেরগঞ্জ থানাধীন কাজলা কাঠি গ্রামের আলতাফ দেওয়ানের মেয়ে খাদিজা আক্তার সাথী (২৫)।
মঙ্গলবার (৬ মে) দিন রাত সাড়ে ৭টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক।
এরআগে একই দিন দুপুর পৌনে ১টার দিকে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড়ে জনৈক মো. রাব্বির চা দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দুজন নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক আলামতসহ হস্তান্তর করা হয়েছে।