কে. এম. সাখাওয়াত হোসেন: বিশ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। এছাড়া একটি বাটন মোবইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।
গ্রেফারকৃত মাদক ব্যবসায়ী মো. জামাল হোসেন (৩৮) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ছোট বোয়ালিয়া গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।
রবিবার (৪ মে) সকল সাড়ে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়ার অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক।
এরআগে গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় বাইপাস রহমত মোড় হতে পূর্বদিকে জনৈক আবুল হাশেমের চা দোকানের সমানের পাকা রাস্তার পাশ হতে জামাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে আলামতসহ মো. জামাল হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।