কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরুস্কারসহ ১৮ ক্যাটাগরিতে পুরুস্কার প্রাপ্তদের হাতে তুলে দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
১৮ জন পুরুস্কার প্রাপ্তদের মধ্যে ওসিসহ চারজনই হলেন নেত্রকোনার মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ও সহকারি উপ পরিদর্শক (এএসআই)। তারা হলেন, শ্রেষ্ঠ এসআই মো. শাহজাহান খান, শ্রেষ্ঠ বিট অফিসার মো. আমিনুল ইসলাম ও শ্রেষ্ঠ এএসআই মো. ফারুক আহম্মেদ।
জানা যায়, বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের গত মার্চ মাসের আলোকে জেলায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে পুরুস্কিত করা হয়।
অন্যান্যদের মধ্যে রয়েছেন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আল-ইকরামুল আলম, শ্রেষ্ঠ আইসি কেন্দুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন এবং পুলিশ লাইন্সের সর্বোচ্চ ডিউটিকারী চারজন এসআই (স.) মো. হারুন-অর-রশিদ, নায়েক রবিউল ইসলাম, কনষ্টেবল শাহরিয়ার হোসেন ও কনস্টেবল তামান্না আক্তা, সর্বোাচ্চ ডিউটিকারী ট্রাফিক কনস্টেবল মো. কামরুল হাসান।
এছাড়াও বিশেষ পুরুস্কার পেয়েছেন, জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) অফিসার ইনচার্জ ও তার টিম, দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান, পূর্বধলার থানার তিনজন এসআই মো. হাবিবুর রহমান, এসআই মো. শাহজাহান কবির ও এসআই মো. রাশেদ হাসান এবং পুলিশ সুপার কার্যালয়ের অফিস সহকারি হয়াদার রশিদ ও আইসিটি শাখার কনস্টেবল মো. তারিকুল ইসলাম।