গাজার পূর্বাংশের শুজাইয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের পালানোর নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। খবরটি জানিয়েছে আল-জাজিরা। যুদ্ধবিরতির সময় এলাকাটিতে ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে গিয়েছিল। এটি একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা।এদিকে, কিছু ফিলিস্তিনি গাজার পশ্চিমাংশে চলে যেতে বাধ্য হলেও অনেকেই শুজাইয়াতে রয়ে গেছেন। অন্যদিকে, ইসরাইলি বাহিনী তাদের ট্যাংক নিয়ে আল-মুনতার পাহাড়ে অবস্থান নিয়েছে।
এই পাহাড় থেকে পুরো এলাকা স্পষ্টভাবে দেখা যায়। সেখানে অবস্থান নিয়ে তারা আর্টিলারি শেল দিয়ে হামলা চালাচ্ছে ও গুলিবর্ষণ করছে বলে জানা গেছে।আল-জাজিরার তথ্য মতে, ইসরাইলি ট্যাংকগুলো এই স্থানে অবস্থান নিয়ে অবিরাম আক্রমণ চালাচ্ছে। তবে, এমন পরিস্থিতিতেও কিছু ফিলিস্তিনি শুজাইয়াতে তাদের বাড়িতে থাকাকে বেছে নিয়েছে, কারণ তাদের যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে।