বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) মহান স্বাধীনতা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, শোভাযাত্রা, পুস্তস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধের পাদদেশে এসে শেষ হয়। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
পরে শিক্ষকদের পক্ষে ‘শিক্ষকবৃন্দ’, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, আবাসিক হল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক সংগঠন সমূহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং সবশেষ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।’
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে আত্মাদানকারী বীর শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।