দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মাসুদ রানা,জবি প্রতিনিধি

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ বলেন,  ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।

সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নয় বরং বাংলাদেশ ফিলিস্তিনের ভূখণ্ডকে স্বাধীন ফিলিস্তিনের দাবি জানায়। বিশ্ব মুসলমানরা ঠিক যেমনিভাবে আয়া সোফিয়াতে আজান দিয়েছে, একইভাবে আল আকসা মুক্ত করে সেখানে আজান দিবে, বাবরি মসজিদে আবার আজান হবে।

আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে।  এসময় আরও উপস্থিত ছিলেন শাখা সভাপতি আব্দুল ওয়াহীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-দফতর সম্পাদক এডভোকেট বরকত উল্লাহ লতিফ।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম, শাখা সহ সভাপতি মোফাসসেল হোসেন সৈকত ও কবি নজরুল কলেজ শাখার সম্পাদক তাজিম দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version