জবি প্রতিনিধি:
রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপি নেতা শহিদুল ইসলাম সহিদের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো চব্বিশের জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা ছাত্রদের ওপর হামলা, চাঁদাবাজি, আসামি ছিনতাই ও ক্যাম্পাসে সহিংসতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, যা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর প্রতি সহস্রাধিক আহত ও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকর ধারণ করার পাশাপাশি নানা সময়ে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।