রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের শাল বনে ৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। অভিযুক্ত যুবক মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটি একই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ভুক্তভোগীর শিশুর স্বজন ও প্রতিবেশীরা জানায়, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে খুঁজতে থাকেন তার মা-বাবা। পরে শাল বনের ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। শিশুটির কাছ থেকে বিস্তারিত জানার পর আরমানের মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে ধর্ষণের ভিডি ও পাওয়া যায়। এর পর স্থানীয়রা আরমানকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।
গ্রেপ্তার হওয়ার পর আরমান স্বীকার করে, আমি নিজেই ধর্ষণের ভিডিও ধারণ করেছি এবং কয়েকজন বন্ধুকে তা পাঠিয়েছি। ইয়াবা সেবনের পর আমার মাথা ঠিক ছিল না। শিশুটির বাবা বলেন, আরমান আমার মেয়েকে বাড়ি থেকে শাল বনে নিয়ে যায় এবং ধর্ষণ করে। তার কান্নার শব্দ শুনে লোকজন তাকে উদ্ধার করে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. শামীম আখতার বলেন, আরমানকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত আরমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।