স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরে উদীচী হত্যাকান্ড দিবস পালিত হয়েছে। বিচারহীনতার ২৬ বছরে বৃহস্পতিবার উদীচী পালন করলো প্রতিবাদী এ হত্যাকান্ড দিবস। নারকীয় এ হত্যাযজ্ঞের বিচারহীনতা ও দীর্ঘসূত্রিতা জাতির জন্য লজ্জাজনক বলে এদিন নেতৃবৃন্দ মন্তব্য করেছেন। ‘এসো প্রতিবাদী, এসো সংগ্রামী, বলো হত্যাকারীর ফাঁসি চাই’ এ স্লোগান নিয়ে এ হত্যাকান্ডের বিচারের দাবিতে ও এ ঘটনার ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদ।
পবিত্র রমজান মাসের কারণে এবার সংক্ষিপ্ত কর্মসূচি নেয় যশোর উদীচী। এদিন সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় নিজস্ব মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আলোক প্রজ্জ্বালনের মধ্য দিয়ে যশোর হত্যাকান্ড দিবসের কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য ১৯৯৯ সালের এদিনে গভীর রাতে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে যশোর টাউন হল ময়দান।
উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের অনুষ্ঠানে এদিন বোমায় নিহত হন ১০ জন। আহত হন আড়াই শতাধিক। গত ২৬ বছরেও বিচার হয়নি এই ঘৃণ্য হত্যাকাণ্ডের। ঘাতকরাও চিহ্নিত হয়নি। আইনের মারপ্যাঁচে থমকে আছে বিচার প্রক্রিয়াও।