মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আওরঙ্গজেব আকন্দ (৩য় ব্যাচ) ও ১৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম সুজন।
সভাপতি আওরঙ্গজেব আকন্দ সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক এবং সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ইউনিসেফ বাংলাদেশের জাস্টিস ফর চিল্ড্রেনে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিভাগটিতে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
একাধিক প্রার্থী না থাকায় মোট ৩১টি পদের মধ্যে সভাপতিসহ ২৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন প্রার্থীরা। সাধারণ সম্পাদকসহ বাকি ৫টি পদে ভোট অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. বশীর উদ্দীন খান (১ম ব্যাচ) ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত অনান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-২ মো. সাখাওয়াত হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আক্তারুজ্জামান সাজু, ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম রামিম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. মাজহারুল হাসান নাহিদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অনান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম ,সহ-সভাপতি-১ গোলাম মোর্শেদ, যুগ্ম সম্পাদক-১ অভিজিত, যুগ্ম সম্পাদক-২ রেজাউল করিম ইমন, কোষাধ্যক্ষ রামন চন্দ্র তালুকদার, সহ-কোষাধ্যক্ষ মো. আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল চান (ঢাকা বিভাগ), মো. সাখাওয়াত হোসেন (ময়মনসিংহ বিভাগ), মো. রওশন জামিল (রাজশাহী বিভাগ), মো. আল মামুন সুমন (রংপুর বিভাগ), আহমেদ শরীফ (চট্টগ্রাম বিভাগ), আব্দুল কাইয়ুম (বরিশাল বিভাগ), মাহমুদুল হাসান (সিলেট বিভাগ), মো. রুহুল ইসলাম রনি (খুলনা বিভাগ), দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার প্রকাশনা সম্পাদক নূর-এ-আলম নুহাশ, আন্তর্জাতিক সম্পাদক নাইম আহমেদ হিমেল, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান।
এছাড়া কমিটিতে সদস্য গিসেবে রয়েছেন সুব্রত কুমার দে, এস.এম আবদুল্লাহ আল মামুন, খন্দকার মিজানুর রহমান, এ.এস.এম সাদিকুর রহমান, মো. মাসুদার রহমান,শামস মো. শাকিল, সুজয় দেব বর্মন প্রমুখ। কমিটি ঘোষণার পর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ফয়সাল হক (১ম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক মুনমুন বিনতে আজিজ (২য় ব্যাচ)। নতুন নির্বাচিত এই কমিটির সদস্যরা আগামী দুইবছর দায়িত্ব পালন করবেন।