নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটক্তিকারী সুপ্ত সাহা অনিক ও রাখা রাহাকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণঅবস্থান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর কলমাকান্দা থানা মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে দুই ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
অভিযুক্তদের একজন সুপ্ত সাহা অনিক কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল শাখার সহ-সভাপতি। আরেকজনের পরিচয় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সমাবেশে সভাপতিত্ব করেন, কলমাকান্দা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা উসমান গনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী।
সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী ও প্রভাষক মোস্তাফা কামালসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মুসলিম উম্মাহকে ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তারা ঘোষণা দেন, “বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
এছাড়াও, স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
শান্তিপূর্ণ এই সমাবেশে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।