কে. এম. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য শিক্ষা সংকটে ন্যায্য অধিকার দাবিতে উত্তাল নেত্রকোনা মেডিকেল কলেজ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনা শহীদ মিনারের সামনে শতাধিকের বেশি শিক্ষার্থী ‘কমপ্লিট শাটডাউন‘ কর্মসূচীর আওতায় ক্লাশ ও পরীক্ষ বর্জন করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নেত্রকোনা মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেয়।
ঘন্টাখানেক অবস্থানের সময় সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, ম্যাটস স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত এবং মেডিকেল শিক্ষার কাঠামোগত অনিয়ম তাদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে ডিপ্লোমা ডিগ্রীধারীদের উচ্চ শিক্ষা সুযোগ সীমিত করে দেওয়া, ডাক্তারি নিয়োগে বয়স ৩২ থেকে ৩৪ বছরে উন্নতি না করা এবং মেডিকেল শিক্ষার বেতন বৃদ্ধি এসব সিদ্ধান্তের বিরুদ্ধেই এই বিক্ষোভ।
বক্তব্যের শিক্ষার্থীরা আরো জানায়, তাদের দাবি না মানা হলে আগামিতে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে। এই আন্দোলন শুধু নেত্রকোনা মেডিকেল কলেজে নয়, সারাদেশে মেডিকেল শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ। দাবি আদায় না হলে তারা টানা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তারা সিভিল সার্জন ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়কের কাছে স্মারকলিপি প্রদান করবেন বলে জানান শিক্ষার্থীরা।