মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ৪টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদ এই বিক্ষোভ সমাবেশ করে।
সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় ও সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পৃথ্বীরাজ রুদ্র।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষ যে আকাঙ্খা ধারণ করে বর্তমান সরকার গঠন করেছিল। সরকার প্রতি মুহূর্তে সেই আকাঙ্খাকে পদদলিত করছে। ৩৬ দিনের এই গণঅভ্যুত্থানে নারী ও পুরুষ শিক্ষার্থীসহ সকল নাগরিক রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে যে অনন্য লড়াই রচনা করেছিল ৫ আগস্টের পর থেকেই সেই নারীদের উপর নেমে আসছে ভয়াবহ নিপীড়ন ও অপমানের নানা ঘটনা। প্রতিদিন লোমহর্ষক ঘটনা মানুষের সামনে হাজির হচ্ছে। যেন ধর্ষণ ও গণধর্ষণের মহোৎসব চলছে দেশে। দেশের কোথাও নিরাপত্তা নেই। নিজের বাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নারীসহ দেশের কোন মানুষই নিরাপদে পথ চলতে পারছে না। সমান গতিতে চলছে ছিনতাই, ডাকাতি, খুন ও রাহাজানিসহ মব সন্ত্রাস। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতো অবনতি ঘটেছে যা নজিরবিহীন।
স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত স্বৈরাচারী আওয়ামীলীগের উপর দোষ চাপিয়ে নিজের দায়িত্ব সারতে চাচ্ছেন। আবার কখনও পূর্বের শাসকদের সুরে বলতে শুনছি ‘সব সময়ই এই রকম ছোট খাট ঘটনা ঘটে আসছে’। এহেন দায়িত্বহীন বক্তব্য জাতিকে আরও হতবাক করেছে। পূর্বের স্বৈরাচারী ব্যবস্থার উদাহরণ দিয়েই আজকে গণঅভ্যুত্থান এর সরকার যদি বলেন এই রকম তো আগেও ঘটেছে সেটা ভয়ানক অন্যায়।
এ অবস্থার পরিবর্তন করার লক্ষ্য নিয়েই দুই হাজারের অধিক ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে। ফলে একই বয়ান শোনার জন্য আপনাদের ওই পদে বসানো হয়নি। নেতৃবৃন্দ দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সকল ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি ও মব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান একইসাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকল ব্যর্থতার দায়ে অপসারণের দাবি করেন। অন্যথায় আগামীদিনে বৃহত্তর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ বক্তারা।
সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের দাবির সাথে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র ইউনিয়নের লড়াইয়ে যুক্ত হওয়ার আহবান জানানোর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।