নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আফতাব উদ্দীন। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
তিনি বলেন, “শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল করতে এর বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা এবং বিএনপির সাধারণ সম্পাদক ও মোজাফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁঞা মজনু।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে বলে মন্তব্য করেন আয়োজকরা।