নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী গাড়ির ধাক্কায় সহিদুল ইসলাম ফিরোজ (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুনী বাজার এলাকায় খোদা হাফেজ গেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সহিদুল ইসলাম ফিরোজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা মৃত মো. মোতালেব হোসেনের ছেলে। তিনি সৈয়দপুর শহরের কাজীপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ মোটরসাইকেল চালিয়ে তার শ্বশুরবাড়ি ফিরার পথে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুনী বাজার এলাকার খোদা হাফেজ গেটের সামনে পৌঁছালে তেলবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে অবস্থিত খালেদ মার্কেটে ‘নুর এন্টারপ্রাইজ’ নামে তার নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, ‘গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় ফিরোজ নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা গেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’