ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ, প্রবীন বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের মীর মুগ্ধ সরোবরে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ও আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুজাহিদুর রহমান। এ সময় বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নাজমুস সাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জিতু, ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ আকলাসুর ফাহমানি সেতু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা গ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদল হাসান সহ আরও ৫ জন শিক্ষার্থী। এসময় ১০ জন নবীর শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে কিশোরগঞ্জের ইবিয়ানরা যারা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন, গবেষণা পত্র প্রকাশ করেছেন এবং নিজ নিজ বিভাগে একাডেমিক রেজাল্টে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তাদের ”ভাটির রত্ম” সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় মার্শালআর্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস তানজিনা, মেশিন লার্নিং নিয়ে গবেষণা পত্র প্রকাশকারী সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোহানুর রহমান সোহান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসানকে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যান পরিষদে সভাপতি মোঃ মুকসিতুর রহমান মুগ্ধ। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন।