কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে মালিকবিহীন ভারতীয় মদ জব্দ এবং সিএনজি চালিত একটি অটোরিকশা আটক করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ মহেষখোলা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮৫ এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের নতুন বাজার নামক এলাকায় এ অভিযান পারিচালনা করা হয়।
তিনি আরো জানান, এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১ বোতল মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি। এসময় একটি সিএনপি চালিত অটো রিকশাও আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত অটো (সিএনজি) নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি‘র এই কর্মকর্তা।