নিজস্ব প্রতিবেদক: বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোণা কেন্দ্রে বাস্তবায়িত অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইম্যান অ্যান্ড মারজিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের উদ্যোগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকায় বদরুন্নিসা-মুহাম্মদ ফাউন্ডেশন এর মাঠে গণসচেতনতামূলক লোকগীতি ও পথনাটকের আয়োজন করা হয়।
নবীন পালাকার ও লোক নৃত্য শিল্পী জুয়েল রানা’র রচনা ও পরিচালনায় লোকগীতি ও পথ নাটকে ইয়ূথ গ্রুপ ও নারী দলের সদস্যসহ পথ নাটকে ও লোকগীতিতে পারদর্শী শিল্পীবৃন্দ অভিনয় ও গান পরিবেশন করেন। বিখ্যাত বাউল ও ফোক শিল্পী গোলাম মৌলা, ইলা রানী , ইয়াছিনসহ নবীনদের অভিনয় সকলকে আকৃষ্ট করে।
লোকগীতি ও পথনাটকে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, যৌন হয়রানী, সামাজিক সম্প্রীতি, নারী-পুরুষ ও ধনী-গরীব ও জাতি-ধর্মের মাঝে বৈষম্য, নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করনীয় বিষয়গুলো নিয়ে বিভিন্ন সচেতনতার্মূলক বার্তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, বদরুন্নিসা-মুহাম্মদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুনিরা খান, উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ প্রমুখ।
কর্মসূচিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, নারী দল সদস্য ও ইয়ূথ গ্রুপের সদস্যসহ এলাকার নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ উপস্থিত থেকে নাটক ও লোকগীতি উপভোগ করেন।