শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে নলছিটি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। পরে তারা কলেজ কতৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করেন।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ চত্বরে মিছিল বের করেন তারা।
এ সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম আহমেদ হিমেল , যুগ্ন আহবায়ক সজল খলিফা, রাকিব আহমেদ, তাসরিফ, স্বাধীন, ইমরানসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।