বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
এক যুগ আগে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ১২ বছর আগে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ইবির দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী ওয়ালীউল্লাহ ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দাসকে গুম করা হয়। এই ঘটনার এক যুগ পার হলেও এখনোও আমাদের ভাইদের সন্ধান পাইনি। ৫ আগষ্টে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর গুম হওয়া অনেকেই ফিরে এসেছে। আমরাও আশায় ছিলাম এবার হয়তো আমাদের ভাইদের ফিরে পাবো। কিন্তু তারা বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও জানতে পারিনি। বেঁচে থাকলে দ্রুত ভাইদের ফিরিয়ে দিন, আর মেরে ফেললে তাদের কবরের সন্ধান দিন।
উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে কুষ্টিয়া ফিরছিলেন ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাস। পথিমধ্যে নবীনগর এলাকা থেকে র্যাব ও ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হয় তাদের। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। ওয়ালীউল্লাহ ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন অর্থ সম্পাদক এবং মুকাদ্দাস সাংস্কৃতিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে আইন শৃঙ্খারক্ষাকারী বাহিনী গুমের খবর অস্বীকার করে। তবে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময়ে গুমের শিকার ৭৬ জনের একটি তালিকা দেয় বাংলাদেশ সরকারকে। তালিকায় নাম আছে ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাসেরও।